Railway

দীপাবলির ভিড় সামাল দিতে একাধিক সিদ্ধান্ত রেলের

রাজ্য

দীপাবলির সময় বারাসাত নৈহাটিতে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া জন্য বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বীপাবলীর সময়  অর্থাৎ ২০ থেকে ২৪ অক্টোবর সমস্ত লোকাল ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে। কোনও গ্যালোপিং লোকাল থাকবে না। শিয়ালদা স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার ২০ থেকে ২৪ অক্টোবর সারাদিন খোলা থাকবে। দমদম, বারাসত, নৈহাটি, বিধাননগর রোড, এই চারটি স্টেশনে ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজর রাখছে রেল। 
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ভিড় কমাতে বিধাননগর রোডে আটটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হচ্ছে এই সময়ের জন্য। বিধাননগর স্টেশনের পুরো স্টেশন এলাকাকে ‘ভেন্ডর-ফ্রি জোন’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে রেল। কোনও হকার বা দোকানদার প্ল্যাটফর্মে বসতে পারবেন না দ্বীপাবলীর সময়।

Comments :0

Login to leave a comment