Kerala flood

উদ্ধার কাজ চুড়ান্ত পর্যায় : বিজয়ন

জাতীয়

ওয়েনাডের বন্যায় এখনও পর্যন্ত ২১৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। উদ্ধার কার্য চুড়ান্ত পর্যায় আছে বলে জানিয়েছেন বিজয়ন। তিনি জানিয়েছেন ২০৬ জন এখনও নিখোঁজ এবং ৮৩ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। ২০৫ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে ১০,০৪২ জন মানুষকে নিরাপদে ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজয়ন। ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে পুনর্বাসন দেওয়া হবে বলে আগেই জানিয়ে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী। এদিন কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাকে জানিয়েছেন যে কর্ণাটক সরকার কেরালা সরকারকে ১০০ টি বাড়ি বানাতে সহাযতা করবে। 
কেরালা সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যের জন্য বিশেষ একটি তহবিল খুলেছে। নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে বহু মানুষ তাতে সাহায্য করছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য এই তহবিলে প্রথম অর্থ সাহায্য করা হয়েছিল মুখ্যমন্ত্রী বিজয়ন এবং তার পরিবারের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment