RG Kar Hospital Lady Doctor Death

তরুণী চিকিৎসক খুনের ঘটনায় গ্রপ্তার এক

রাজ্য

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। লালবাজার সূত্রের খবর, ধৃতর নাম সঞ্জয় রায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হাসপাতালের কর্মী নয়। কিন্তু নিয়মিত বিভিন্ন কাজের জন্য হাসপাতালের ভিতরে অবাধ যাতায়াত ছিল তার। জানা গেছে একটি বুলুটুথ হেড ফোনের সূত্র ধরে শুক্রবার রাতেই অভিযুক্তকে আটক করে পুলিশ। টালা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, দফায় দফায় জেরার পর বয়ানে অসঙ্গতির সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি একা নন, তার সঙ্গে আরও কয়েকজন থাকতে পারে।
আরজি কর হাসপাতালে রাতে ডিউটিরত তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। সন্ধ্যায় ময়নাতদন্ত হয়েছে। তাতে ধর্ষণ করে খুনের ইঙ্গিতই মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, চেস্ট বিভাগের চিকিৎসক ওই তরুণীর দেহে ১০ জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। দুটি চোখ, মুখ, ঠোঁট, আঙুলের নখ, বাঁদিকের পা,  পেট, বাঁদিকের গোড়ালি, ডান হাত, গোপনাঙ্গ সহ ১০টি জায়গায় আঘাত মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে।
ছাত্রীর মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতেই খুনের মামলা রুজু করে লালবাজার। এই ঘটনায় জরিত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার রাতে নিহত তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন, যাঁরা ওই বিল্ডিং’র বা তার আশেপাশে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment