আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রাতে কর্তব্যরত পিজিটি শাস্ত্রীয় চিকিৎসক ধর্ষণ ও নৃশংস হত্যার অপরাধীদের এবং তথ্য প্রমাণ লোপাটে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পানিহাটিতে মিছিলে নামলেন নির্যাতিতার বাবা মা। তাদের তাঁদের বাড়ির সামনে থেকে মিছিলটি শুরু হয়। আশেপাশের প্রতিবেশী নাগরিকরা তাঁদের সাথে মিছিলে পা মেলান। সোদপুর ট্রাফিক মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলের শুরুতে নির্যাতিতার বাবা-মা সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন,‘‘মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এসব ব্যাপারে মন্তব্য করব না। উনি যদি পদত্যাগ করেন তাহলেও কি করে সমস্যার সমাধান হবে? সেটা উনিই জানেন উনি কি বলছেন।’’
নির্যাতিতার মা বলেন,‘‘মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের স্বাস্থ্য ভবনের আন্দোলন মঞ্চের সামনে এসেছেন এটা খুব ভালো। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। শুভ বুদ্ধির উদয় হয়েছে। ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসা হোক ও সমস্যার সমাধান করা হোক-আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রী এখনও বলছেন যদি কেউ দোষী থাকে তবে সে সাজা পাবে। এটা বললে কি কারো আশা থাকে? আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সহ অনেকে মিলে অপরাধী আছে। তারপরেও মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেউ দোষী থাকে... এটা আমার খুব খারাপ লেগেছে। আমি চাইবো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান করুক।
Comments :0