Raniganj Water Protest

পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে বিক্ষোভ রানিগঞ্জে

জেলা

রানিগঞ্জের বল্লভপুরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ।

পানীয় জলের সঙ্কট তীব্র রানিগঞ্জে। জলের দাবিতে শুক্রবার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর মোড়ে বিকেলে পথ অবরোধ শুরু করেন স্থানীয় মহিলারা। পরে বাড়ির পুরুষরাও যোগ দেন। 
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানানো সত্ত্বেও বল্লভপুর গ্রাম পঞ্চায়েত পানীয় জলের সমস্যা মেটানোর জন্য সচেষ্ট হয়নি।  পানীয় জল কিনে তেষ্টা মেটাতে হচ্ছে। এদিন পঞ্চায়েত প্রশাসনের বিরুদ্ধে স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। 
শুক্রবার বিকেলে দু'ঘন্টা ধরে বল্লভপুর থেকে রানিগঞ্জ যাওয়ার রাস্তার মধ্যে বালতি, কলসি রেখে চলে অবরোধ। ওই রাস্তায় যানবাহন আটকে যায়। 
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পঞ্চায়েতের পক্ষ থেকে জল সরবরাহের প্রতিশ্রুতি দিলেও  এলাকায় দিনদিন জলের সমস্যা প্রকট হচ্ছে। রাস্তার সব কলগুলিতে জল আসছে না।  পানীয় জল সরবরাহ তো দুরের কথা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের জলও পাওয়া যাচ্ছে না। 
এদিন পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। ট্যাঙ্কারে জল সরবরাহের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। যদিও বিক্ষোভকারীরা জানিয়েছেন, নিয়মিত জল সরবরাহ না হলে ফের আন্দোলন শুরু হবে।

Comments :0

Login to leave a comment