Bangladesh

বেলায় বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেবেন জয়শঙ্কর

জাতীয় আন্তর্জাতিক

মঙ্গলবার বেলা ৩:৩০ নাগাদ লোকসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদিন সকালের বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক করেন তিনি। সেখানে গোটা বিষয়টা তুলে ধরেন বিদেশ মন্ত্রী। প্রতিটা দলের পক্ষ থেকে তাদের মতামত জানানো হয়। রাজনৈতিক মহলের অনুমান সর্বদলীয় বৈঠকের আলোচনা থেকে কি উঠে এসেছে এবং ভারতের কি অবস্থান তা স্পষ্ট করেন বিদেশ মন্ত্রী।
লোকসভায় বিবৃতি দেওয়ার আগে ২:৩০ মিনিট নাগাদ রাজ্যসভাতেও এই বিষয় বিবৃতি দেবেন তিনি। 
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর বৈঠকে জয়শঙ্কর জানিয়েছে ভারত সব রকম ভাবে শেখ হাসিনাকে সাহায্য করতে চায়। তিনি এও জানিয়েছেন ভারত সরকার হাসিনাকে সময় দিতে চায় তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ভারতে চলে এসেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। 
বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিদেশ মন্ত্রী তাদের জানিয়েছেন বাংলাদেশের সেনার পাশাপাশি ঢাকার ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। প্রায় আট হাজার ভারতীয় দেশে ফিরে এসেছেন বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। 
তবে বাংলাদেশ নিয়ে ভারতের ঠিক কি অবস্থান হবে তা এখনও পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের মতে গোটা বিষয়ের ওপর নজর রেখে নিজেদের নীতি ঠিক করবে ভারত।

Comments :0

Login to leave a comment