SFI DYFI

আরজি করের সামনে পুলিশের সাথে সংঘর্ষ বামপন্থী ছাত্র যুবদের

রাজ্য কলকাতা

শনিবার বিক্ষোভরত এসএফআই-ডিওয়াইএফআই কর্মীরা।

আরজি কর হাসপাতালের সামনে পুলিশের সাথে সংঘর্ষ এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত আরজি কর। বামপন্থী ছাত্র যুব কর্মীদের হাসপাতালের সামনে আটকায় আরজি করের তৃণমূল প্রভাবিত পড়ুয়ারা। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ গায়ে হাত তোলায় এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের। মহিলা কর্মীদের ওপরও হয় আক্রমণ। গোটা ঘটনা যখন চলছে তখন দুই পক্ষকে আলাদা করে দেয় পুলিশ। তারপরই আচমকা বামপন্থী ছাত্র যুবদের ওপর হামলা চালায় পুলিশ। মারতে মারতে গ্রেপ্তার করা হয় একাধিক বামপন্থী ছাত্র যুবদের।
এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা যখন স্লোগান দিচ্ছেন দোষীদের শাস্তির দাবিতে তখন হঠাৎ করেই তাদের মধ্যে থেকে একজনকে টেনে বার করে আনে পুলিশ কর্মীরা। ওই যুব কর্মীকে ঘিরে ধরে পাঁচ থেকে ছয়জন পুলিশ ঘিরে কিল, ঘুঁষি মারতে থাকে। মারতে মারতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। একই ভাবে একজন যুবতীকেও চুলের মুঠি ধরে মারতে দেখা যায়।
গোটা এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র যুবদের পক্ষ থেকে দাবি জানানো হয় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার।

Comments :0

Login to leave a comment