আরজি কর কান্ডের প্রতিবাদ পাড়ি দিচ্ছে দেশের ভৌগলিক সীমা ছাড়িয়ে বিদেশে। মঙ্গলবার আরজি কর কান্ডের প্রতিবাদে স্কটল্যান্ডের এডিনবরা’তে ভারতীয় কনসাল জেনারেলের কাছে স্মারকলিপি জমা দিলেন এসএফআই ইউকে’র সংগঠকরা। ছাত্রদের তরফে দাবি করা হয়েছে, আরজি কর কান্ডের মত ঘটনা যাতে আর না ঘটে, তারজন্য কড়া ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে। এর পাশাপাশি সমস্ত ক্যাম্পাসে নারী নির্যাতন ঠেকানো সহ একগুচ্ছ দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।
প্রতিনিধি দলে ছিলেন এসএফআই এডিনবরা সাব কমিটির সম্পাদক জুনেইনা ভালাপ্পিল, এসএফআই ইউকে’র সম্পাদক নিখিল ম্যাথিউ, অলক্তা দাস এবং অপর্ণা বিনোদ।
প্রসঙ্গত, ইউকে’তে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সংগঠিত করে গড়ে তোলা হয়েছে এসএফআই ইউকে। সংগঠনের তরফে বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানো হয়। প্রয়োজনে ভারতীয় দূতাবাসে যোগাযোগের ক্ষেত্রেও সহযোগিতা করেন এসএফআই’র সংগঠকরা।
Comments :0