আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রনোদিত মামলা গ্রহন করলো সুপ্রিম কোর্ট। রবিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলা হাতে নিয়েছে। আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে হবে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন। কিন্তু ময়নাতদন্তের পর দেখা যায় যে ধর্ষণ করে খুন করা হয়েছে। তারপর থেকে বার বার কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ ওঠে সরকার এবং পুলিশ দোষীদের আড়াল করতে চাইছে। গত ১৩ আগস্ট হাইকোর্টের পক্ষ থেকে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। টানা তিন দিন জেরা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
অন্যদিকে এই ঘটনার বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে প্রতিবাদের আওয়াজ। ১৪ আগস্ট বিচার চেয়ে রাত জাগে গোটা রাজ্য।
রবিবার সুপ্রিম কোর্ট বিষয়টি নিজেদের নেওয়ার পর মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ।
Comments :0