Bangladesh

বাংলাদেশে ভূমিম্পে মৃত ৩

আন্তর্জাতিক

বাংলাদেশে ভূমিকম্পে তিনজনের মৃত্যু। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ভূমিকম্পের কারণে ধসে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন, রেলিংয়ের অংশ তাদের মাথার উপর পড়ে। মৃতদের মধ্যে এক ডাক্তারি পড়ুয়াও রয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকেও ভূমিকম্পের কারণে দেওয়াল ধসে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কসাইটুলির আহতদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়। 
ওই দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর নরসিংদী জেলা হাসপাতালেও আহত অনেকের চিকিৎসা চলছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। 
শুক্রবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভারতে কম্পনের মাত্রা ছিল ৫.৭।
ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন উৎপন্ন হয়েছে।

Comments :0

Login to leave a comment