Aliah University tmcp

আলিয়ায় ভেঙে গেল টিএমসিপি ইউনিট

কলকাতা

ভেঙে গেলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির ইউনিট। গতবছর এপ্রিল মাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস এবল নিউ টাউন ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের যেই ইউনিট গঠন হয় তার দুটির আর কোন অস্তিত্ব নেই। ইউনমিটের সমস্ত পদাধিকারী পদত্যাগ করেছেন বলে টিএমসিপি সূত্রে খবর।
সূত্রের খবর পদাধিকারীরা তাদের পদত্যাগ পত্র হোয়াটসআপ এবং মেইল এর মাধ্যমে রাজ্য সভাপতি তৃনাংকুর ভট্টাচার্যর কাছে পাঠিয়েছেন।
টিএমসিপি নেতা মির সিদ্দিকির কারণে এই গন পদত্যাগ বলে জানা গিয়েছে। টিএমসিপি ইউনিটের পদত্যাগকারিদের দাবি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কাজ মিরের পক্ষ থেকে বার বার বাঁধা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক টিএমসিপি নেতা বলেন, ‘‘আলিয়াতে একটা সাংগঠনিক সমস্যা তৈরি হয়েছে, সেই বিষয় আমরা দেখছি কি ভাবে কি করা যায়।’’ তবে এই ঘটনা স্পষ্ট যে শাসক দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরে যে গোষ্ঠী দ্বন্দ রয়েছে তার জন্য ভেঙেছে ইউনিট।

Comments :0

Login to leave a comment