ssc scam

এসএসসি দুর্নীতিতে শুরু বিচার প্রক্রিয়া

রাজ্য কলকাতা

গত ১২ জানুয়ারি পার্থ চ্যাটার্জি সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। আলিপুর আদালতে চার্জ গঠন করা হয় স্কুল নিয়োগ দুর্নীতি মামলায়। বিচার প্রক্রিয়া শুরু হয় আদালতে চার্জ গঠন হওয়ার পর।
পার্থ চ্যাটার্জির পাশাপাশি চার্জ গঠন করা হয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতার বিরুদ্ধেও। 
সিবিআই এই মামলায় চারটি চার্জশিট দাখিল করলেও চার্জ গঠন না হওয়ায় এতদিন বিচার প্রক্রিয়া শুরু হয়। শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব সব অংশ ক্ষোভ জানিয়েছে সিবিআই’র ভূমিকায়। তৃণমূল এবং বিজেপি’র বোঝাপড়া প্রসঙ্গও সামনে এসেছে বারবার। লক্ষ্যণীয়, এবারও রাজ্যে ভোটের আগে এই দুর্নীতি ঘিরে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। 
শিক্ষা দুর্নীতি তদন্তে বিচার প্রক্রিয়া চলছে নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি নিয়োগে বেনিয়মের। প্রথম সাক্ষী হিসেবে শুক্রবার আদালতে ছিলেন এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তিনি বলেন যে ২০১১’র আগে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এসএসসি’র চেয়্যারম্যান হন। প্রায় আড়াই বছর কাজ করে ছেড়ে দিয়েছিলেন কারণ ‘প্রচুর চাপের মুখে’ পড়তে হয়েছিল তাঁকে। মুকুল রায়, পার্থ চ্যাটার্জিদের নাম করে মণ্ডল বলেন যে প্রচুর বেআইনি নিয়োগের জন্য চাপ দেওয়া হচ্ছিল। 
আদালতে পার্থ চ্যাটার্জির আইনজীবীর সওয়ালে মণ্ডল জানান যে ২০২৪’র ভোটে তিনি বিজেপি’র  ইশ্‌তেহার কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, কোনও রাজনৈতিক দলের নেতা হিসেবে সিবিআই-কে তিনি কোনও বয়ান দেননি।

Comments :0

Login to leave a comment