Trump - Mamdani

মামদানির সাথে বৈঠক ইতিবাচক বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

নিজের দপ্তরে ‘কমিউনিস্ট’ মামদানির সাথে শুক্রবার বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন তাদের বৈঠক ইতিবাচক হয়েছে। তিনি বলেন, আলোচনায় এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে তারা দুজনেই সহমত পোষন করেছেন। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি এবং মামদানি দুজনেই নিউ ইয়র্কের উন্নতি চান। মামদানি বলেন, ‘আমি রাষ্ট্রপতি ট্রাম্পকে জানিয়েছি নিউ ইয়র্কের জন্য ভালো এমন যে কোন বিষয় তার সঙ্গে কাজ করতে আমার কোন সমস্যা নেই। কিন্তু নিউ ইয়র্ক এবং সেখানকার মানুষের স্বার্থে আঘাত করে এমন কোন পদক্ষেপ তিনি নিলে তার বিরোধী করবো সবার প্রথমে।’
বৈঠকের আগেই মামদানির দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ‘নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের উন্নতির বিষয় আলোচনা হবে মার্কিন রাষ্ট্রপতির সাথে।’ ‘কর্পোরেট পুঁজিবাদের’ অন্যতম প্রতীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে শ্রমজীবীদের উন্নতি নিয়ে আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
নিউ ইয়র্কের নির্বাচনের সময় মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন ট্রাম্প। নির্বাচনের জয়ের পর মামদানি বলেন, এই শহর দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হারানো সম্ভব। এই শহর থেকেই তার উত্থান। যেই ব্যবস্থার মাধ্যমে ট্রাম্পের মতো পুঁজিপতিদের কর মুকুব করা হয়, সাধারণ মানুষের ওপর বোঝা চাপানো হয় সেই দুর্নীতিতন্ত্রকে আমরা শেষ করবো।
নিউ ইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের জন্য, একটি নতুন ধরণের রাজনীতির জন্য, তারা যেই সমর্থন জানিয়েছে তার জন্য সে এবং তার দল কৃতজ্ঞ।
আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি।
বর্তমান মার্কিন প্রশাসন অভিবাসীদের ওপর বার বার বিভিন্ন ভাবে আক্রমণ নামিয়ে আনছে ভিসাকে কেন্দ্র করে। বিশেষ করে ভারতীয় অভিবাসীদের ওপর আক্রমণ সব থেকে বেশি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।’

Comments :0

Login to leave a comment