THANE CHILD ABUSE

স্কুলেই যৌন নিপীড়ন ২ শিশুকে, তোলপাড় থানের শহর

জাতীয়

দুই কন্যা শিশুর নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে তোলপাড় হলো থানের শহর। মহারাষ্ট্রের থানের বদলাপুরে বিক্ষুব্ধ জনতা রেল লাইন আটকে দেয়। আটকে দেয় সড়ক যোগাযোগ। প্রতিবাদের জেরে এক বরিষ্ঠ আধিকারিকদহ তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে রাজ্যের সরকার। 
দুই শিশুই বাদলাপুরের একটি কিন্ডারগার্ডেন স্কুলের ছাত্রী। একজনের বয়স সাড়ে ৩, অন্যজনের ৪। বাড়ি ফিরে অভিভাবকদের জানায় যে যৌনাঙ্গে যন্ত্রণা হচ্ছে। দুই শিশুর অভিভাবকরা দ্রুত চিকিৎসকের কাছে যান। স্থানীয় চিকিৎসকই নিশ্চিত করেন যে দুই শিশুই যৌন নিপীড়নের শিকার।
জানা যায় স্কুলের শৌচাগারে দুই শিশুকে নির্যাতন করেছে এক পুরুষ সাফাইকর্মী। কোনও মহিলা সাইকর্মীই নেই স্কুলে। ঘটনাটি জানাজানি হতেই ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢেউ। স্থানীয় একদল পৌঁছে যান স্কুলে। স্কুলের সামনে একদফা অবরোধ হয়। 
এর মধ্যে বিরোধী কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়র অভিযোগ করেন যে থানায় দুই শিশুর অভিভাবকদের টানা ১১ ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। বিপন্ন অবস্থাতেই অতক্ষণ বসিয়ে রাখার পর নেওয়া হয় লিখিত অভিযোগ। তার জন্য দায়ী পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন এক মহিলাও। 
পুলিশ এবং প্রশাসনের নিস্পৃহ আচরণেই বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে শহরে। শ’য়ে শ’য়ে মানুষ নামেন প্রতিবাদে। সংশ্লিষ্ট থানার সামনে হয় বিক্ষোভ। রাস্তায় নামেন বহু মানুষ। বাদলাপুর রেল স্টেশনের গিয়ে লাইনে নেমে পড়েন বহু মানুষ। 
রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে বিবৃতি দিতে হয়। ফড়নবিশ জানান যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নির্দেশে বিশেষ তদন্ত দল গড়া হয়েছে। 
প্রতিবাদ জানান শিবসেনার (ইউটি) নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। মঙ্গলবার সন্ধ্যাতেও বিক্ষোভ রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। থানের বদলাপুরের বাইরে বহু মানুষ কন্যা শিশু নিগ্র, স্কুলে নিরাপত্তার অভাব এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে সরব।

Comments :0

Login to leave a comment