শিলিগুড়ি থেকে দার্জিলিঙ যাওয়ার পথে খাদে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১১০ নম্বর জাতীয় সড়কের উপর আট মাইল সংলগ্ন এলাকায়। জানা গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিঙ যাচ্ছিল গাড়িটি। সেই সময় সোনাদার আট মাইলের কাছে নিয়ন্ত্রণ হাড়িয়ে গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনের আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তাঁরা দার্জিলিঙ'র বাসিন্দা বলে পুলিশের অনুমান। এদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল। রাস্তা পিচ্ছিল থাকার কারণে এই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান। তবে দুর্ঘটনার কারণ পষ্ট নয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায়। ইতিমধ্যেই উদ্ধারকাজ শেষ হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা এখন চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং নিহতদের পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ।
Darjiling
পাহাড়ে গাড়ি খাদে পড়ে মৃত ২
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0