WOMEN'S IPL

রেকর্ড অর্থের বিনিময়ে মহিলা আইপিএল’র সম্প্রচার সত্ত্ব জিতল ভায়াকম-১৮

খেলা

WOMENS CRICKET ICC PAKISTANINDIA IPL

মহিলাদের আইপিএল’র সম্প্রচার সত্ত্বের নিলাম জিতে নিল ‘ভায়াকম-১৮’ সংস্থা। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই’র তরফে এমনটাই জানানো হয়েছে। বিসিসিআই’র তরফে জানানো হয়েছে, ৯৫১ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য মহিলা আইপিএল সম্প্রচারের ছাড়পত্র আদায় করে নিয়েছে ‘ভায়াকম –১৮’। এই নিলামে ‘ভায়াকম’ ছাড়াও সোনি এবং ডিজনি হটস্টারের মতো বহুজাতিক বিনোদন সংস্থাও অংশ নিয়েছিল। কিন্তু তাঁদের হারিয়ে শেষ হাসি হাঁসল মুকেশ আম্বানির মালিকানাধীন ‘নেটওয়ার্ক-১৮’। 

বিসিসিআই সভাপতি জয় শাহ টুইট করে জানিয়েছেন, এই চুক্তির ফলে আগামী পাঁচ বছর মহিলা আইপিএল’র ম্যাচ ফি ধার্য হয়েছে ৭.০৯ কোটি টাকা। 

চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে প্রথম মহিলা আইপিএল। প্রথম মরশুমে পাঁচটি দল অংশগ্রহণ করবে এই লিগে। প্রথম আইপিএলের সমস্ত ম্যাচই মুম্বই শহরে অনুষ্ঠিত হবে। বিসিসিআই’র অপর একটি সূত্র জানাচ্ছে, আগামী দিনে দলের সংখ্যা নিশ্চিত ভাবে বাড়ানো হবে। সেক্ষেত্রে দেশের অন্যান্য শহরেও মহিলা আইপিএল’র আসর বসবে। 

ইতিমধ্যেই মহিলা আইপিএলকে দেশের ক্রীড়াক্ষেত্রের ইতিহাসের অন্যতম যুগান্তকারী পদক্ষেপ বলে ঘোষণা করেছেন জয় শাহ।
 

Comments :0

Login to leave a comment