Vinesh Phogat

ফাইনাল থেকে বাদ বিনেশ, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

জাতীয় খেলা

অলিম্পিক থেকে বাদ পড়লেন কুস্তিগির বিনেশ ফোগাট। ১০০ গ্রাম ওজন বেশি থাকায় মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনাল খেলতে দেওয়া হবে না তাকে। আর এই ঘটনা সামনে আসতে উত্তাল হয়েছে লোকসভা। বিরোধীদের দাবি তার এই বাতিল হওয়ার পিছনে আছে ষড়যন্ত্র দেখছেন বিরোধীরা। বিজেপি নেতা ব্রিজভূষনের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিনেশ।
মঙ্গলবার সেমিফাইনালে বিনেশ কিউবার ওয়াই গুজমান লোপেজকে হারান ৫-০ ব্যবধানে। তার আগে প্রি - কোয়ার্টারে হারান বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ওয়াই সুসাকিকে। ৩ - ২ পয়েন্টে জেতেন। কোয়ার্টার ফাইনালে হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭ - ৫ ব্যবধানে । 
বিনেশ ফাইনালে ওঠার পর প্রশিক্ষক ‘দ্রোণাঢার্য’ মহাবীর ফোগট বলেছেন, “এই জয় ব্রিজভূষণের গালে চড়।”
রাত ১১.২৩ মিনিটে ফাইনালে নামার কথা ছিল বিনেশ ফোগট। আমেরিকার এস হিলডেব্রান্টের বিরুদ্ধে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে তিনি নামতেন। বিনেশ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির যিনি অলিম্পিকে ফাইনালে উঠেছিলেন।
প্রতিযোগীতা থেকে বাতিল হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বিনেশ। হাসাপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। চিকিৎসক জানিয়েছেন তার শরীরে জল কমে গিয়েছে।

Comments :0

Login to leave a comment