Vinesh Phogat

১৬ আগস্ট অবধি ঝুলে রইল ভিনেশের সিদ্ধান্ত

খেলা

VINESH PHOGAT BENGALI NEWS

ভিনেশ ফোগট অধ্যায়ে এখনও সিদ্ধান্ত জানাতে পারল না কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস। আদালতের তরফে জানানো হয়েছে, ১৬ আগস্ট এই বিষয়ে রায় দেওয়া হবে। 

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তির ৫০ কিলো বিভাগের ফাইনালে ওঠেন ভিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি ফাইনালে খেলতে পারেননি। অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন ভিনেশ। তিনি যুক্তি দিয়েছেন, সঠিক নিয়ম এবং ওজন মেনেই তিনি সেমিফাইনাল জিতে ফাইনালে গিয়েছেন। তারফলে একটি রূপোর মেডেল অন্তত তাঁর প্রাপ্য।

অলিম্পিক ফাইনালে ভিনেশ খেলতে না পারায় তাঁঁর জায়গায় ফাইনাল খেলেন কিউবার মহিলা কুস্তিগীর ইয়ুসনেলিস গুজমান লোপেজ, এবং রূপোর পদক পান। গুজমান লোপেজকেই সেমিফাইনালে হারিয়েছিলেন ভিনেশ। কোর্ট অফ আর্বিট্রেশন ভিনেশের দাবি মেনে নিলে লোপেজের সঙ্গে পদক ভাগ করে নিতে হবে তাঁকে। 

Comments :0

Login to leave a comment