WATER LOGGING

এখনও নামেনি জল, নাকাল শহরবাসী

কলকাতা

মনোজ আচার্য : কলকাতা

 

২৪ ঘন্টার বেশি সময় পার হয়েছে এখনও কলকাতা জুড়ে এলাকায় এলাকায় জল জমে রয়েছে। বুধবার সকালেও বালিগঞ্জ প্লেস, কসবা, তিলজলা, বেহালা, সিঁথি সহ একাধিক রাস্তা জলমগ্ন। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল ঠাঁয় দাড়িয়ে। আজও একাধিক রাস্তায় সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। নিদারুন পরিস্থিতি। অপদার্থ কলকাতা পৌরসভা এবং নিকাশি ব্যবস্থা। কলেজ স্ট্রিট এলাকা, ঠনঠনিয়া, টেগোর রোড, নিউগড়িয়া, বালিগঞ্জ ফাঁড়ি, আনন্দ পালিত রোড, ভিআইপি বাজার, কলকাতার উত্তর থেকে দক্ষিণ একাধিক এলাকা জলমগ্ন। মঙ্গলবার কলকাতা পৌরসভার তরফে বলা হয়েছিল আর বৃষ্টি না হলে আগামী কয়েক ঘন্টার মধ্যে জমাজলের সমস্যা মিটবে। সেটা যে কথার কথা ছিলো তা প্রমাণিত। আদতে পরিস্থিতি মোকাবিলায় চুড়ান্ত ব্যর্থ তৃণমূল পরিচালিত পৌর বোর্ড।
জল জমার প্রতিবাদে যাদবপুর অঞ্চলে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানকে কটাক্ষ করে পড়েছে পোস্টার। এলাকাবাসীরা যেই পোস্টার লাগিয়েছেন তাতে লেখা "আপনার পাড়া, আপনার জলাধার!"
এদিকে সংস্কারের নামে একাধিক রাস্তা খোড়াখুড়ি অবস্থায়, সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সদ্য করা অনেক রাস্তায় পিচ উঠে কার্যত ছাল চামড়াহীন হতশ্রী দশায়। এডিবি'র ২৫০০ কোটি টাকায় আদৌ কি সঠিক ভাবে সবটা হয়েছে? নাকি নাম মাত্র জোড়াতালি দিয়ে প্রসাধনী উন্নয়ন দেখিয়ে দেদার টাকা নয়ছয় করা হয়েছে? থাকছে প্রশ্ন।

Comments :0

Login to leave a comment