টানা বৃষ্টির জেরে একাধিক লাইনে জল জমে ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে।
বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিন সকাল থেকে দত্তপুকুর স্টেশনে দেখা গেছে বহু নিত্যযাত্রীরা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়েছেন। রেল সূত্রে খবর, রেল লাইনে জল জমার কারণে বাতিল করা হয়েছে কয়েকটি দূর পাল্লার ট্রেনও।
ট্রেন দেরিতে চলছে, ফলে যাত্রীদের ভিড় বেড়েছে কয়েকগুণ। দুর্ভোগে পড়েছেন বনগাঁ, হাসনাবাদ এবং মেন লাইনের যাত্রীরা। রেল ইয়ার্ড ও লাইনে জল জমে হাওড়া ডিভিশনে ব্যাহত বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী, ব্ল্যাক ডায়মন্ড ও গণদেবতা এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনও।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিন দুপুরে ফের বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। বন্ধ থেকেছে মেট্রো।
রাতভর অবিরাম বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও আরও বেশি জলে ডুবেছে কলকাতা সহ জেলার একাধিক এলাকা। যানবাহন না থাকায় আটকে পড়েছেন বহু নাগরিক। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাড়িতে থাকার পরামর্শ দিলেও বহু মানুষ কাজে বেরোতে বাধ্য হয়েছেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানান মঙ্গলবার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। তিনি জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল নির্ধারিত সব পরীক্ষা। পরে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।
কিন্তু কেন্দ্রীয় প্রতিষ্ঠান, তারাতলার আইএইএএম, নির্দিষ্ট ঘোষণা না করায় যেতে হয়েছে ছাত্রছাত্রীদের।
কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। সিইএসসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। নেতাজিনগরে লাইটপোষ্টে হাত দিয়ে মৃত্যু হয় এক ফল ব্যবসায়ীর।
কলকাতা ২৭ ও ৩৮ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ভরপুর জলমগ্ন।৩৮ নং ওয়ার্ডের সব বস্তিবাসী মানুষের ঘরগুলো জলের তলায়। ২৭ নং ওয়ার্ডের একাংশ বস্তিবাসী মানুষের ঘরগুলো জলের তলায়।
হোসেন শাহ রোডে জিতেন্দ্র সিং নামে এক ব্যক্তিরও মৃত্যু হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়।
এদিকে মুখ্যমন্ত্রী মঙ্গলবার থেকে সরকারি স্কুলে পুজোর ছুটি ঘোষণা করেছেন। অন্য শিক্ষা প্রতিষ্ঠান দুদিন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস ২৫ এবং ২৬ সেপ্টেম্বর কলকাতায় ভারী বৃষ্টিপাত হতে পারে । এছাড়া ২৮ এবং ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ গাঙ্গেয় সমভূমিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
Rain Train
জল জমে ব্যাহত ট্রেন চলাচল, ব্যাপক দুর্ভোগে নিত্যযাত্রীরা, স্কুলে পুজোর ছুটি ঘোষণা

×
Comments :0