পুরুষ এবং মহিলা সমান! এই সহজ সত্য মেনে নিতে কষ্ট হচ্ছিল কাতারের রক্ষণশীল সামন্ততন্ত্রের। তাই মহিলা রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা রুখতে চাপানো হয়েছিল একাধিক পুরুষতান্ত্রিক নিয়ম কাননের বেড়াজাল। কিন্তু ওস্তাদের মার শেষরাতে।
ফিফার ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে রেফারি এবং লাইন্স পার্সনের দায়িত্ব সামলাবেন তিন মহিলা ফুটবল পরিচালক। এবং তেমনটাই হল। শুক্রবারের ম্যাচ কড়া হাতে পরিচালনা করছেন ফরাসী রেফারি স্টেফানাই র্যাপার্ট। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন ব্রাজিলের নিউজা ইন্স এবং মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা।
ফুটবল বিশ্বকাপ বরাবরই কিছুনা কিছু দৃষ্টান্ত স্থাপন করে। এবারের বিশ্বকাপও এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল। পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্থার বিরুদ্ধে এই পদক্ষেপ আরও ছড়িয়ে পড়ুক। এমনটাই চান সারা বিশ্বের ফুটবল প্রেমী জনতা।
Comments :0