বিজেপি সাংসদ ও রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্তার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্চূড় পরিচালিত বেঞ্চ বলেন কুস্তিগিররা যারা দেশের হয়ে খেলে তারা যৌণ হয়রানির শিকার হয়েছেন বলেই এই অভিযোগ এনেছেন। অভিযোগটি অত্যন্ত ‘গুরুত্বপূর্ন’ এবং সুপ্রিমকোর্ট অবশ্যই এই মামলা গ্রহন করবে।
এদিকে রেস্টলিং ফেডারেশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আগেই দিল্লিতে ধর্ণায় বসেছিল কুস্তিগিররা। কিন্তু কেন্দ্রীয় সরকার বিজেপি সাংসদের বিরুদ্ধে কোণো পদক্ষেপ না নেওয়ায় ফের আন্দোলনে বসেছেন কুস্তিগিররা। তারা অবিলম্বে ব্রিজ ভুষণ সরন সিংয়ের গ্রেপ্তারি দাবি করেছে।
সুপ্রিম কোর্টে কুস্তিগিরদের হয়ে মামলাটি করেন আইনজীবী কপিল সিব্বাল। আদালতকে তিনি জানান যে অভিযোগকারীদের মধ্যে অধিকাংশই নাবালিকা। তারা সরিাসরি ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌণ হেনস্তার অভিযোগ এনেছে। কেন্দ্রীয় সরকার অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করলেও সেই তথ্য প্রকাশ করছে না। এমনকি যে এফআইআর দায়ের করা হয়েছিল তা রেজিস্টারও করা হয়নি।
Comments :0