BJP MP personal attack on Rahul

রাহুলকে বিদেশী মায়ের সন্তান বলে আক্রমণ বিজেপি সাংসদদের

জাতীয়


রাহুল গান্ধিকে নিশানা করতে গিয়ে তাঁকে একদম ব্যক্তিগত আক্রমন করে বসলেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল। সর্ব ভারতীয় এক সংবাদ মাধ্যমে রাহুলের সাংসদ পদ খারিজ হওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সঞ্জয় জসওয়াল বলেন ‘বিদেশী মায়ের গর্ভের সন্তান কখনও ভূমিপুত্র হতে পারে না।’ প্রসঙ্গত সোনিয়া গান্ধি জন্মসুত্রে ইতালিও হওয়ায় বারবার বিজেপির কটাক্ষের মুখে পড়েছেন। এবার রাহুল গান্ধিকেও সেই একই ভিত্তিতে আক্রমন করছে বিজেপি নেতৃত্ব।


কিছুদিন আগে মধ্যপ্রদেশের ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরও একই ভাবে আক্রমন করেছিলেন রাহুল গান্ধিকে। তিনি তো ওয়ানাডের প্রাক্তন সাংসদকে ভারতীয় বলেই মানতে চাননি। প্রজ্ঞা সিং ঠাকুর বলেছিলেন ‘রাহুল গান্ধিকে দেশে রাজনীতি করতে দেওয়া উচিৎ নয়। বরং দেশ থেকে বার করে দেওয়া উচিৎ।’ চানক্যর উদাহরণ টেনে প্রজ্ঞা ঠাকুর আরও বলেছিলেন ‘চানক্য বলেছেন একজন বিদেশী মায়ের সন্তান কখনও দেশপ্রেমী হতে পারে না।’


প্রসঙ্গত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে রাহুলের বক্তব্যের পরই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি। দেশে ফেরার পর রাহুলকে ক্ষমাও চাইতে হবে বলে দাবি তুলেছিল বিজেপি। কিন্ত রাহুল ক্ষমা চায়নি বরং দেশের গণতন্ত্র বিজেপি যে ভাবে নষ্ট করে দিচ্ছে সেই দৃষ্টান্ত তুলে ধরেন। তারপর রাহুলের বিরুদ্ধে থাকা একটি পুরনো মামলায় ২ বছরের সাজা ঘোষণা করে গুজরাটের এক আদালত। সেই রায়কে হাতিয়ার করে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন স্পিকার। এমনকি তার সাংসদের বাংলোও খালি করার নির্দেশ দেয় কেন্দ্র

Comments :0

Login to leave a comment