ইন্দোরের যুগপুরুষ আশ্রমের আরেক শিশুর মৃত্যু হয়েছে কলেরায়। এই আশ্রমে দেড় মাসের মধ্যে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১১। সকলেই কলেরায় মারা গিয়েছে।
পরপর শিশুদের মৃত্যুতে তদন্ত করতে বাধ্য হয় প্রশাসন। প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে বেশি সংখ্যায় শিশুদের রাখা হয়েছে এই কেন্দ্রে। প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে। শিশুদের রোগ অসুস্থা এবং চিকিৎসার বিশদ তথ্যও রাখা হতো না।
অসুস্থ তিন বছরের এই শিশুকে ভর্তি করা হয়েছিল ইন্দোরের চাচা নেহরু বাল চিকিৎসালয় হাসপাতালে। চিকিৎসক প্রীতি মালপানি বলেছেন, শ্রী যুগপুরুষ ধাম বাল আশ্রমে ছিল শিশুটি। আশ্রম কর্তৃপক্ষের দাবি তাকে অসুস্থ অবস্থায় পরিবারের কাছে দেওয়া হয়েছিল। সমানে বমি করছিল শিশুটি। সেই সঙ্গে বারবার পায়খানা চলছিল। চিকৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি।
ইন্দোরের এই আশ্রমে পরপর শিশুমৃত্যু ঘিরে সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।
Indore Children Death
ইন্দোরের আশ্রমে কলেরায় ১১ শিশুর মৃত্যু
×
Comments :0