দ্রুতগতির একটি চার চাকার বোলারো গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুজনের। ঘটনায় গুরুতর জখম আরো দুইজন। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে।
পুলিশ সূত্রে খবর এদিন সোনামুখী থেকে আসা একটি দ্রুতগামী বোলারো গাড়ি বেলিয়াতোর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে প্রথমে একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পরে কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনায় গুরুতর আহত চার জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসারত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন রামানন্দ চক্রবর্তী(৮৫), তাঁর বাড়ি বড়জোড়া এলাকায়।, স্বপন মুখার্জী (৫৫)। তিনি বেলিয়াতোরের বাসিন্দা ছিলেন। বাকি দুজনের বাঁকুড়া মেডিকেল কলেজে চিকিৎসা হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা। তিনি বলেন, 'ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটি আটক করে চালক গনেশ ধল্লো কে গ্রেপ্তার করা হয়েছে।
Comments :0