বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। ইতিমধ্যেই জলের তলায় বহু গ্রাম। ঘরবন্দি সাধারণ মানুষ। প্রবল বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের মুলিয়াসা গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। পুলিশ সূত্রে খবর, গুজরাটের দ্বারকার জাম খামবালিয়া শহরে বৃষ্টির জেরে জরাজীর্ণ তিন তলা ভবন ধসে একই পরিবারের তিনজন মহিলার মৃত্যু হয়েছে। মৃতেরা এক পরিবারের সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় শহরের গগওয়ানি ফালি এলাকায় এই ঘটনাটি ঘটে। মধ্যরাত পর্যন্ত প্রায় ছয় ঘন্টা দীর্ঘ উদ্ধার অভিযানের পর তিনজনের মৃতদেহ উদ্ধার করা। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম কেশরবেন কানজারিয়া(৬৫), প্রীতিবেন কানজারিয়া (১৫) এবং পায়েলবেন কানজারিয়া (১৮)। ধ্বংসস্তূপে আটকে পড়া আরও পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেছে, পুলিশ জানিয়েছে, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে নভসারি জেলায়। ফলে শহর ও গ্রাম উভয় এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণ নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভারি বৃষ্টিপাত নভসারি, জুনাগড়, দ্বারকা, কচ্ছ, ডাঙ্গ এবং তাপি জেলাগুলিকেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃদ্ধি পেয়েছে কাবেরী নদী জলের স্তরও। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নভসারির জেলা শাসক।
Gujarat House Collapse
বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, বাড়ি ভেঙে মৃত ৩
×
Comments :0