চলতি বছরের পাঁচ মাসে হিটস্ট্রোকে মারা গিয়েছেন ৩৬৪ জন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬৩৭ জন। শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, উত্তর প্রদেশে সবচেয়ে বেশি আক্রান্ত। ৫২ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যেই। এরপরই রয়েছে বিহার, হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা ৩৭। ওডিশা এবং দিল্লিতে ২৬ এবং ২৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
প্যাটেল বলেছেন, মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত তথ্য একত্রিত করা হয়েছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা এনসিডিসি এই কাজ করেছে। জাতীয় হৃদরোগ চিহ্নিতকরণ ও মৃত্যু নজরদারি ব্যবস্থায় তথ্য একত্রিত করা হয়েছে।
বিভিন্ন রাজ্যে তীব্র গরমে অসুস্ততা এবং মৃত্যু সরকারি পরিসংখ্যানের অনেক বেশি হয়ে থাকতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট বিভিন্ন অংশের। চিকিৎসকের কাছে না গেলে, বিশেষ করে, হাসপাতালে না গেলে তথ্য নথিভুক্ত হওয়ার সম্ভাবনা কম। এর বাইরেও বহু মানুষ অসুস্থ হয়েছে, মৃত্যুও হয়েছে বলে মত রয়েছে। তবে মন্ত্রক জানিয়ে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে তথ্য পাওয়া গিয়েছে।
আবহাোয়া দপ্তর গরমের প্রায় পুরো সময়েই তাপপ্রবাহ সম্পর্কে সতর্কতা জারি করেছে। বিশ্ব উষ্ণায়নের কারণে তাপপ্রবাহের মারাত্মক প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আবহাোবা দপ্তর বা সরকারি স্তর থেকে বলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা জায়গায় কাজ করতে বারণ করা হচ্ছে। কিন্তু ভারতের মতো দেশে, আশি শতাংশের বেশি শ্রমজীবী অসংগঠিত ষেত্রে যুক্ত। কৃষিজীবীদেরও কাজ করতে হচ্ছে তপ্ত রোদেই।
মন্ত্রক লোকসভায় এদিন বলেছে, নাগরিকদের সচেতন করার জন্য সব রাজ্যকেই উদ্যোগ নিতে বা হয়েছিল। এ বছর ২৯ ফেব্রুয়ারি থেকে যোগাযোগ শুরু করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
HEATSTROKE DEATH
হিট স্ট্রোকে মৃত ৩৬৪, অসুস্থ ৬৭ হাজারের বেশি
×
Comments :0