কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে ১৯ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে সৌর্য এয়ারলাইন্সের একাটি বিমান। উড়ানের সময় এই দুর্ঘনট বলে জানা গেছে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিমান চালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময় বুধবার সকাল ১১ টা নাগাদ ১৯ জন যাত্রী নিয়ে বিমান রানওয়ে থেকে পিছলে পড়ে এবং বিধ্বস্ত হয়। সৌর্য এয়ারলাইন্সের বিমানটি পোখরার জনপ্রিয় রিসোর্ট শহরে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। টিআইএ’র মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানান, ‘‘ সকাল ১১টার দিকে পোখারাগামী বিমানটিতে এয়ারক্রুসহ ১৯ জন ছিলেন। বিমানবন্দরের রানওয়ে থেকে স্কি়ড করে বিমানটি পাশের মাটিতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যাত্রীরা সকলে জীবিত রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। উদ্ধারকাজ শুরু হয়েছে। জানা গিয়েছে বিমান চালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা থেকে শেষ পাওয়া খবরে জানা গেছে বিমান দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
Comments :0