নৌবাহিনীর প্রধানের পর, রবিবার, বায়ুসেনা প্রধান দেখা করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
বায়ুসেনা প্রধান এপি সিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে রবিবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দাবি, প্রত্যাশিত জবাব তাড়াতাড়িই দেওয়া হবে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পরও জড়িত কাউকে গ্রেপ্তার করার খবর নেই। হামলায় মদতের জন্য পাকিস্তানকে দায়ী করে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তবে সন্ত্রাসের এই ভয়ঙ্কর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার জন্য দাবি উঠেছে সব স্তর থেকে।
সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, এখন সরকারের প্রধান কাজ সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালও বলেছেন, ঘটনার পর পনেরো দিন পার হলেও কেবল ভাষণ চলছে। নির্দিষ্ট ব্যবস্থা দেখা যাচ্ছে না।
গত শনিবার মোদীর সঙ্গে দেখা করেন নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠি। আরব সাগরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সম্পর্কে প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন।
শনিবারই মোদী বলেছেন যে দৃঢ় এবং নির্ণায়ক ব্যবস্থা নিতে দায়বদ্ধ সরকার।
Modi meets Air Chief Marshal
বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে মোদী, নির্দিষ্ট ব্যবস্থার দাবি সব স্তরে

×
Comments :0