দ্বিতীয় দিনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল কড়া প্রতিদ্বন্দ্বিতার অনুমানই জানালো বিহারে।
মঙ্গলবার নয়টি সমীক্ষাই বিজেপি জোট এনডিএ-কে স্বস্তিদায়ক ফলাফলে এগিয়ে রেখেছিল। কিন্তু বুধবার ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-র সমীক্ষা কড়া টক্করের অনুমান জানিয়েছে। তবে এদিনই টুডে'স চাণক্যের বুথ ফেরত সমীক্ষার অনুমান এনডিএ’র পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতার অনুমান করেছে।
মতামত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল বারেরাবেই ভুল হতে দেখা গিয়েছে। যার সবথেকে বড় উদাহরণ শেষ লোকসভা নির্বাচন। বিজেপি’র বিপুল জয়ের অনুমান থাকলেও আসন কমে গিয়েছিল। ২০২০’র বিহার বিধানসভাতেও বিজেপি-জেডিইউ জোটের বিপুল জয়ের অনুমান করেছিল প্রায় সব সমীক্ষা। ভোট গণনার ফলাফলে সমানে সমানে টক্কর দিয়েছিল বিরোধী আরজেডি-কংগ্রেস-বামপন্থীদের ‘মহাগঠবন্ধন’।
‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ এনডিএ’র পক্ষে ৪৩ শতাংশ এবং ‘মহাগঠবন্ধন’-র পক্ষে ৪১ শতাংশ ভোটের অনুমান করেছে। বিজেপি ৫০-৫৬ আসন, জেডিইউ ৫৬-৬২, এলজেপি (আর) ১১-১৬ আসন,
এইচএএম ২-৩ আসন, আরএলডি ২-৪ আসনের অনুমান করা হয়েছে। এনডিএ’র আসন ১২১-১৪০ পর্যন্ত অনুমান করা হয়েছে। বিহারে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ আসন।
অন্যদিকে, আরজেডি ৬৭-৭৬, কংগ্রেস ১৭-২১, ভিআইপি ৩-৫, বাম ১০-১৪। মহাগঠবন্ধন-র সব দল মিলিয়ে ৯৮ থেকে ১১৮ আসনের অনুমান করা হয়েছে এই সমীক্ষায়।
এই সমীক্ষার অনুমান প্রশান্ত কিশোরের জনসূরয পার্টি ০-২ আসন পাবে।
অন্যদিকে এআইএমআইএম ০-২ আসন পাবে। গতবার এআইএমআইএম মুসলিম নিবিড় এলাকা সীমাঞ্চলে ৫টি আসন পেয়েছিল।
প্রশান্ত কিশোরের কারণে ‘মহাগঠবন্ধন’ এবং বিজেপি’র ভোট কমতে পারে অনুমান পর্যবেক্ষকদের একাংশের।
এদিন অপর বুথ ফেরত সমীক্ষা ‘টুডেজ চাণক্য’-র অনুমান এনডিএ ১৬০ আসন পাবে। ১২টি আসন বাড়ে বা কমতে পারে। মহাগঠবন্ধনের পক্ষে ৭৭ আসনের অনুমান করা হয়েছে। এখানেও ১২টি আসন কমতে বা বাড়তে পারে বলে জানাচ্ছে সমীক্ষা সংস্থা।
বিহার বিধানসভার ২৪৩টি আসনের জন্য ভোটগ্রহণ দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপের ভোটগ্রহণ ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবারও নয়টি বুথ ফেরত সমীক্ষার ফলাফলও প্রকাশিত হয়। প্রতিটিই এনডিএ’র পক্ষে বিপুল আসনের অনুমান জানিয়েছিল।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের অনুমান অনুসারে, ২০২৫’র বিহার বিধানসভা নির্বাচনে ৪১ শতাংশ পুরুষ এনডিএ’র পক্ষে ভোট দিয়েছেন। ৪২ শতাংশ মহাগঠবন্ধনের পক্ষে ভোট দিয়েছেন। জন সুরজ পার্টিকে ভোট দিয়েছেন ৫ শতাংশ পুরুষ। এনডিএ গ্রামীণ ভোটের ৪৩ শতাংশ পাবে। মহাগঠবন্ধন ৪১ শতাংশ, জন সুরজ ৫ শতাংশ এবং অন্যান্যরা ১১ শতাংশ পাবে বলে অনুমান। শহরাঞ্চলে এনডিএ ৪৪ শতাংশ ভোট পাবে অনুমান করা হচ্ছে। শহরাঞ্চলে মহাগঠবন্ধন ৪৪ শতাংশ ভোট পাবে বলে অনুমান।
মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদে মুখ তেজস্বী যাদব এক্সিট পোল প্রসঙ্গে বলেছেন, ‘‘আমরা আগেই বলেছিলাম যে ১৪ তারিখে ফলাফল ঘোষণা করা হবে এবং ১৮ তারিখে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরাই শপথ নেব। বিজেপি এবং এনডিএ এখন নাকাল। ভোটগ্রহণের সময় মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।’’
Bihar Exit Poll
নতুন সমীক্ষায় বিহারে কড়া টক্করেরই অনুমান
×
Comments :0