Mock drill

সেনাছাউনি,পারমাণবিক কেন্দ্র, নদীবাঁধ মক ড্রিল'র বিশেষ নজরে

জাতীয়

বুধবারের মক ড্রিল'র আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের সাথে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের করেন।
মক ড্রিলের জন্য সরকার সারা দেশে ২৫০টিরও বেশি জায়গাকে বেছে নিয়েছে। সূত্র অনুসারে জানা যাচ্ছে বুধবারের এই মক ড্রিলে ২৫০ টি স্থানের মধ্যে ১৯ টি স্থানকে 'সর্বোচ্চ অগ্রাধিকার' দেওয়া হয়েছে। অসামরিক প্রতিরক্ষা জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই জায়গা গুলিকে। যেখানে পারমাণবিক কেন্দ্র, সেনাছাউনি, সামরিক ঘাঁটি, নদীবাঁধ ইত্যাদি রয়েছে। গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরী হয়েছে। গতকাল সংবাদসংস্থার মাধ্যমে এই মক ড্রিলের খবর জানানো হয়। বিশেষ পরিস্থিতিতে কী করতে হবে তারই প্রাথমিক পর্যায়ে কাজ হবে। 
আজকের বৈঠকে রাজ্যগুলির মুখ্য সচিব এবং সামরিক প্রতিরক্ষা প্রধানরা ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) সহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বাহিনী এবং সংস্থাগুলির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে কাল বিকেল ৪টে থেকে শুরু হতে পারে মক ড্রিল। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোতে রাত্রি সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও বিবৃত প্রকাশ করা হয়নি। যদিও এই সময় পর্যন্ত ১৭ টি বিবৃতি বিভিন্ন মন্ত্রকের প্রকাশ করা হয়েছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে বিপর্যয় মোকাবিলা এবং অগ্নি নির্বাপন বিষয়ক জাতীয় ওয়ার্কশপ শুরু হয়েছে। তার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা।

Comments :0

Login to leave a comment