Bengal Border BSF

ভারতে আসতে চাইছেন বহু মানুষ, বিএসএফ টহল

জেলা

বহু মানুষ এভাবেই জড়ো হচ্ছেন সীমান্তে।

সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে ঢুকতে চাইছেন বাংলাদেশের নাগরিকরা। জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে দল বেঁধে আসা মানুষকে। বিএসএফ জানিয়েছে, বলপ্রয়োগ না করে অনুপ্রবেশ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
বুধবার জলপাইগুড়ির সাতকুড়া ধরধরাপাড়া এলাকায় সীমান্তে শরণার্থীরা ছিলেন। বিভিন্ন এলাকায় পৌঁছাচ্ছে বিএসএফ। বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার জানিয়েছে বিভিন্ন গ্রামে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বিভিন্নজনকে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে সচেতন করা হচ্ছে। 
বাড়তি সংখ্যায় বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। বাহিনী জানাচ্ছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশে থেকে চলে আসতে চাইছেন এমন বিভিন্ন জনকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment