অশান্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেও হিংসা থামেনি বাংলাদেশে। একাধিক জায়গায় হামলা চলছে বলে অভিযোগ। হাসিনার দল আওয়ামি লিগের কর্মীদের একাংশ ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন।
মঙ্গলবার দুপুরে ওপার বাংলার দিনাজপুরের বাসিন্দা তথা আওয়ামি লিগের যুব নেতা মহম্মদ রুবেল ইসলাম ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছেন। গত সাত বছর ধরে হাসিনার দলের সাথে যুক্ত ছিলেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামি লিগের নেতাদের ওপর বিএনপি ও জামাত হামলা চালাচ্ছে। পরিবারের সদস্যদের পাসপোর্ট না থানায় আওয়ামি লিগের নেতা মহম্মদ রুবেল ইসলাম কাউকে সাথে নিয়ে আসতে পারেননি। স্ত্রী ও তিন সন্তান সহ পরিবারের সকলকে সুরক্ষিত ও নিরাপদ স্থানে রেখেই তিনি ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারতে এসেছেন বলে জানিয়েছেন।
Comments :0