Barack and Michelle Obama

কমলা হ্যারিসকে সমর্থন বারাক ওবামার

আন্তর্জাতিক

কমলা হ্যারিসকে সমর্থন জানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। 

কমলা হ্যারিসের সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথনের একটি ভিডিয়ো পোস্ট করেছে বারাক ওবামা। ভিডিওর বার্তালাপে শোনা গিয়েছে বারাক ওমাবা কমলা হ্যারিসকে বলেছেন, ‘‘আমরা এটা বলতে ফোন করেছি যে আমি ও মিশেল আপনাকে সমর্থন করে গর্বিত। এই নির্বাচনে সহায়তা করতে আমরা যা করার করব।’’

মিশল ওবামা বলেন, ''আমি আপনার জন্য গর্বিত। তোমার পাশে আমরা সর্বতভাবে রয়েছি।''

দুজনকেই এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন

বর্তমানে উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস বলেছেন, ''আপনাদের সমর্থন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ''


মার্কিন যুক্তরাষ্ট্রে  রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি’র প্রার্থী পদের  দৌড়ে এগিয়ে কমলা হ্যারিস। আগামী ১৯ আগস্ট শিকাগো শহরে অনুষ্ঠিত হতে চলেছে ডেমোক্র্যাটিক পার্টি’র জাতীয় কনভেনশন। ওই কনভেনশন থেকেই নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থীর নাম চূড়ান্ত হবে। কিন্তু তার আগেই দলের মধ্যে সমর্থন দ্রুত নিজের অনুকূলে নিয়ে আসছেন জো বাইডেন প্রশাসনের উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস (৫৯)। শুক্রবার কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে ফোন করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে রবিবার ঘোষণা করেন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি  সরে যাওযার পর হ্যারিসের উপরেই ভরসা করেছেন ডেমোক্র্যাটদের বড় অংশ। সমর্থনও এসেছে ভোটারদের থেকে।

মঙ্গলবারই সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক পার্টি’র নেতা চার্লস শুমার এবং প্রতিনিধিসভায় দলের নেতা হাকিম জেফরিস রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন জানান। এদিন প্রাক্তন রাষ্ট্রপতি ও ডেমোক্র্যাটিক শিবিরের প্রভাবশালি হিসেবে পরিচিত বারাক ওমাবা ও মিশেল ওবামা হ্যারিসকে সর্বতভাবে সাহায্যের কথা বলেছেন।

Comments :0

Login to leave a comment