ধর্ষিতা কলেজ পড়ুয়া গৃহবধূ ও তাঁর পরিবারের পাশে দাঁড়ালো সিপিআই(এম)। ধর্ষকের সাজা ও ধর্ষিতার পরিবার তাদের নিরাপত্তার আবেদন নিয়ে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে শুক্রবার মামলা দায়ের করলো।
দিনহাটার বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ধর্ষিতা কলেজ পড়ুয়া গৃহবধূ ও তাঁর বাবা- মা দিনহাটা মহিলা থানার ওপর ভরসা না রাখতে পেরে শুক্রবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলো। ধর্ষিতা গৃহবধূর আইনজীবি সায়ন ব্যানার্জী জানিয়েছেন, মহামান্য হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ মামলা গ্রহণ করেছে। কবে এই মামলার শুনানি হবে সেটা আদালত জানাবে।
উল্লেখ্য গত ১৪ মার্চ বড় আটিয়াবাড়ির কলেজ পড়ুয়া গৃহবধূকে ইন্টারভিয়ুর নাম করে তুলে নিয়ে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ট আবদুল মান্নান ওরফে মান্নে ধর্ষণ করে। ওই গৃহবধূ দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মান্নে এখন জেল হেপাজতে রয়েছে। গত ২১ এপ্রিল জামিনের জন্য দিনহাটা আদালতে আবেদন করলে বিচারক কেস ডায়েরি দেখে জামিন না মঞ্জুর করেন। আগামী ৩০ এপ্রিল বিচারক ফের তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার নির্যাতিতা এবং তাঁর বাবা-মা বলেন, ‘‘মান্নে শাসক দলের প্রভাবশালী নেতা। এলাকার তার কথাই শেষ কথা। প্রায় দু বছর আগে মেয়েকে চাকরি দেবার নাম করে ৫ লক্ষ টাকা নিলেও চাকরি দেয় নি। এরপর টাকা ফেরত চাইতেই মান্নে মেয়েকে ইন্টারভিয়ুর নাম করে বাড়ি থেকে নিয়ে গিয়ে একটি ফাঁকা বাড়িতে ধর্ষণ করে। চিৎকার করতে গেলে তার ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করার হুমকি দেয়। পাড়ার লোকেরা মেয়েকে উদ্ধার করে আমাাদের হাতে তুলে দেয়।’’
তিনি আরও বলেন, ‘‘শুধু তাই নয় গত ১৮এপ্রিল অভিযুক্ত’র স্ত্রী ও ছেলে দলবল নিয়ে আমার বাড়িতে এসে মেয়েকে ও আমাকে পুলিশের সামনেই মারধোর করে এবং সেই রাতেই বাড়িতে বোমা নিক্ষেপ করে। আমাদের খুনের হুমকি দিচ্ছে মান্নের লোকেরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ করে নিরাপত্তা চাইলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করে নি। এমনকি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে নি। উলটে মান্নের স্ত্রী ও ছেলে আমাদের নামে মিথ্যা খুনের চেষ্টার মামলা রজু করেছে। আমরা নিরাপত্তাহীনরায় ভুগছি। বাড়িতে বসবাস করতেও ভয় পাচ্ছি। অভিযুক্ত গ্রেপ্তার হবার আগেও মামলা না করে কেস মিটিয়ে নিতে হুমকি দিয়ে বলেছিলো, আইনের দ্বারস্থ হলে আমাদের খুন করা হবে। মান্নে জেলে যাবার পরেও তার লোকজনেরা আমাদের খুনের হুমকি দিচ্ছে। বাধ্য হয়েই আমরা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা করেছি। আমরা চাই মান্নের শাস্তি হোক। এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা হোক।’’
গণতান্ত্রিক মহিলা সমিতির কোচবিহার জেলা নেতৃত্ব এবং অভয়া মঞ্চের কোচবিহারের সদস্যরাও পরিবারের পাশে দাঁড়য়েছেন। সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় শুক্রবার বলেন, দিনহাটার মান্নে আসলে সন্দেশখালির শাহজাহান। এলাকায় ডন হিসেবেই সে পরিচিত। তার বিরুদ্ধে চাকরির নাম করে টাকা তোলা, অন্যের জমি দখল করে নেওয়ার প্রচুর অভিযোগ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান থাকার সময়ে পোষ্ট মাষ্টারের সাথে যোগসাজশ করে ১০০ দিনের কাজের উপভোক্তাদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ওই মামলায় মান্নে হাইকর্টের আগাম জামিনে বাইরে রয়েছে। আমরা চাই ধর্ষিতা ও তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে মান্নের উপযুক্ত সাজা হোক। ওই পরিবারের পাশে থেকে প্রয়োজনে সব রকম আইনী সাহায্য আমরা দেব।
Dinhata Rape Case
দিনহাটায় ধর্ষিতা পরিবারের পাশে সিপিআই(এম), মামলা দায়ের

×
Comments :0