illegally cutting tree

প্রধানের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

জেলা

অবৈধভাবে চলছে গাছ কাটা। ছবি:আলেক শেখ।

রবিবার সাতসকালে অবৈধভাবে বনসৃজনের সরকারি গাছ কাটার অভিযোগ উঠলো স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পূর্ব বর্ধমানের কালনা দু নম্বর ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গারকোন অন্নপূর্ণা হিমঘর এবং সিঙ্গারকোন পিএইচই পাম্পের নিকট রবিবার সকাল থেকেই কিছু মানুষজন সরকারি গাছ কাটা শুরু করে। তাই দেখে স্থানীয় মানুষদের সন্দেহ হওয়ায় সেখানে হাজির হয়ে গাছ কাটার অনুমোদনের কাগজপত্র দেখতে চায়। কিন্তু গাছ ব্যবসায়ীদের কাছে কোনও  কাগজপত্র না থাকলেও তারা জানিয়ে দেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের নির্দেশে এই গাছ কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষরা কাটা গাছ  আটকে বৈদ্যপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসে কাটা গাছগুলি আটক করে। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা কালনা ২ সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্থানীয় প্রধান বাপ্পাদিত্য গোস্বামীর বিরুদ্ধে অবৈধ গাছ কাটার অভিযোগ লিপিবদ্ধ করেন। এই অভিযোগ পত্রের অনুলিপি পাঠানো হয় পূর্ব বর্ধমানের জেলাশাসক ও ফরেস্ট অফিসারকে এবং স্থানীয় কালনা থানার আইসিকে। স্থানীয় পঞ্চায়েত প্রধান বাপ্পাদিত্য গোস্বামীকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান যে এই ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু গাছ ব্যবসায়ী ক্যামেরার সামনে বলেছেন যে পঞ্চায়েত প্রধানের নির্দেশেই আমরা গাছ কাটছিলাম।

 

Comments :0

Login to leave a comment