হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে এসে নিরাপত্তারক্ষীদের হাতে প্রহৃত হলেন বিধাননগর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা। ঘটনাটি নদীয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের।
জানা গেছে শুক্রবার বুকে ব্যথা নিয়ে সুশান্ত বালার ভাই ভর্তি হন গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। শনিবার সকালে পরিবারের অন্যান্য আত্মীয়দের সঙ্গে তিনিও আসেন ভাইকে দেখতে। এদিন তাঁর ছোট ভাই প্রথমে খাবার নিয়ে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। শুরু হয় বচসা।
অভিযোগ , বালা তাঁর ভাইকে ঠেকাতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। এরপর ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট এর চিকিৎসা করানো হলে, মুখে তিনটি সেলাই করতে হয়। এই ঘটনার পর তিনি কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্ত নেমে ২ নিরাপত্তা রক্ষীকে আটক করেছে। যদিও হাসপাতালের সুপার চিকিৎসক আশিস মৈত্র জানান, রোগীর সাথে সাক্ষাতের সময় পেরিয়ে যাওয়ার পর ওই সরকারি আধিকারিক সহ তার আত্মীয়-স্বজন হাসপাতালে প্রবেশ করতে গেলে দায়িত্বে থাকা নিরাপত্তার রক্ষীরা বাধা দেন। সেই নিয়ে শুরু হয় বচসা। নিরাপত্তা রক্ষীদের গায়ে হাত দেওয়া হয় বলে জেনেছি। এই ঘটনায় কর্তব্যরত একজন ওয়ার্ড মাস্টারকে পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে যায়। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁর বুকে আগে থেকেই দুটো স্টেন বসানো ছিল। এদিন তাঁর বুকে ব্যাথা ওঠে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
Comments :0