MODI RAHUL

সাউথ ব্লকে মোদী-রাহুল বৈঠক ঘিরে আলোচনা তুঙ্গে

জাতীয়

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে থাকবেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও। সিবিআই'র অধিকর্তা নিয়োগের জন্যই এই বৈঠক বলেই জানা যাচ্ছে। 
পহেলগাম পরবর্তী পরিস্থিতি নিয়েও এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর কথা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত পর্যবেক্ষকদের। 
সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ এই বৈঠকে শুরু হয়েছে। দিল্লির সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরেই এই বৈঠক হবে। সংবিধানের বিধি অনুযায়ী সিবিআই’র অধিকর্তা বাছাইয়ের কমিটিতে থাকেন দেশের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতি। সিবিআইয়ের বর্তমান ডিরেক্টর প্রবীণ সুদের মেয়াদ আগামী ২৫ মে শেষ হচ্ছে। সেই জন্যই নতুন সিবিআই অধিকর্তা নিয়োগের সুপারিশ করা হবে এই বৈঠকে থেকে। এই নিয়োগের মেয়াদ দুই বছর এবং পাঁচ বছর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো যেতে পারে। 
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে বিরোধীরা নির্দিষ্ট দু’টি দাবি তুলেছেন। হামলার দায় কার তা নির্দিষ্ট করার পাশাপাশি ব্যবস্থা নিতে হবে জড়িত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। সেই সঙ্গে বিরোধীরা বলেছেন দেশের ভেতর জনতার ঐক্য বিপন্ন করা যাবে না। উগ্র হিন্দুত্ববাদী এই প্রয়াসে পুরোদমে শামিল বিজেপি এবং আরএসএস।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা হবে কিনা তা নিয়ে আলোচনা সব মহলেই রয়েছে। সূত্রের খবর, কেন্দ্র একাধিক রাজ্যকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাধারণ নাগরিকদের নিয়ে মহড়া করার পরামর্শ দিয়েছে। যদিও সরকারিভাবে এই বক্তব্য প্রচার করা হয়নি। গত রবিবার পাঞ্জাবের ফিরোজপুরে সেনা ছাউনি এলাকায় রাত ৯ টা থেকে সাড়ে ৯টা আলো নিভিয়ে ‘ব্ল্যাক আউট’-র প্রস্তুতি নেওয়া হয়েছে। 
সূত্রের খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে প্রয়োজনে আড়াল করার মতো ব্যবস্থাপনার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্তর থেকে। উদ্ধারের পরিকল্পনা এবং মহড়ার প্রস্তুতির জন্যও বলা হয়েছে বলে সংবাদসংস্থা দাবি করেছে।  
এর মধ্যে তিন সেনার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন মোদী। বৈঠক করেছেন প্রতিরক্ষা সচিবের সঙ্গেও।

Comments :0

Login to leave a comment