ISL EB vs GOA

ঘরের মাঠে হার লাল হলুদের

খেলা

ঘরের মাঠে ফিরলেও জয় এলোনা ইস্টবেঙ্গলের । যুবভারতীতে এফসি গোয়ার কাছে ৩ - ২ গোলে হার ইস্টবেঙ্গলের।

৩ ম্যাচেও জয় এলোনা ইস্টবেঙ্গলের । রবি ফাউলারের পর আবার আইএসএলে পর পর ৩ ম্যাচে হারলো ইস্টবেঙ্গল ।    ম্যাচের প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় গোল করে গোয়াকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী বোরহা ফার্নান্দেজ । গোলের পর কোনো সেলিব্রেশন করেননি বোরহা। মাঝামাঠে ব্লকিংয়ের অভাব স্পষ্ট লক্ষ্যনীয় ছিল । বোরহাকে আটকাতেই হিমশিম খাচ্ছিলেন জিকসন, হেক্টররা । ম্যাচের ২০ মিনিটের মাথায় বরিসের পাস থেকে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সেই বোরহা। দুই গোল খাওয়ার পর কাউন্টারে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। ম্যাচের ২৭ মিনিটের মাথায় মাদি তালালকে বক্সের ভিতর ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল । পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মাদি তালাল। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল গোয়ার পক্ষে ২ - ১।

দ্বিতীয়ার্ধে সায়ন , বিষ্ণু, আমানকে নামানোর পর কিছুটা খোলস ছেড়ে বেরোতে থাকে ইস্টবেঙ্গল। এরই মাঝে ম্যাচের ৭১ মিনিটে গোয়ার হয়ে গোল করে ব্যবধান বাড়ান সেই বোরহাই। ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন কার্ল ম্যাকহিউ। ৮৪ মিনিটে গোল করে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে নামা ডেভিড। গোয়া ১০ জন হয়ে যাওয়ার পরেও সেই সুযোগ  কাজে লাগাতে ব্যর্থ ইস্টবেঙ্গল। ৩ - ২ গোলে ম্যাচ হারার পর গ্যালারি থেকে ওঠে গো ব্যাক কার্লোস স্লোগান। আজকের ম্যাচের পর বোরহা বোঝালেন তাকে ছাড়াটা মস্ত বড় ভুল ছিল ইস্টবেঙ্গলের। ৩ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে আপাতত দ্বাদশ স্থানে ইস্টবেঙ্গল।

Comments :0

Login to leave a comment