HS New Course

উচ্চ মাধ্যমিক স্তরে শুরু হচ্ছে বৃত্তি শিক্ষা

রাজ্য

HS New Course

একাদশ দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি শিক্ষা শুরু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা পাঠানো হয়েছে। 

নির্দেশিকায় বলা হয়েছে আগামী শিক্ষা মরশুম থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বৃত্তি শিক্ষা চালু করার ব্যবস্থা নিতে।
সংসদের নির্দেশিকা অনুযায়ী তথ্য প্রযুক্তি, কারিগরি শিক্ষা সহ একাধিক বিষয় বৃত্তি শিক্ষার তালিকায় রয়েছে। 

বৃত্তিমূলক শিক্ষা নবম ও দশম স্তরে রয়েছে। একাদশ-দ্বাদশে এই বৃত্তিমূলক শিক্ষার ছাত্রছাত্রীরাই পেশাদারি প্রশিক্ষণ নিতে পারে। জানা গিয়েছে, নতুন নির্দেশিকায় সব ছাত্রছাত্রীর কাছে খোলা থাকবে। রাজ্যে বৃত্তিমূলক শিক্ষা চালু হয় ২০০৬ সালে, বামফ্রন্ট সরকারের সময়ে। পরে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে বৃত্তিমূলক শিক্ষা চালু করে। 

Comments :0

Login to leave a comment