আইএসএলে প্রথম জয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করলো সাদা কালো ব্রিগেড। ৯২ মিনিট অব্দি গোমেজের পেনাল্টি গোলে এগিয়ে ছিল মহামেডান। কিন্তু শেষ মুহূর্তে সাদিকুর গোলে সমতা ফেরায় গোয়া । কাশিমোভ আও অমরজিৎ দারুণভাবে মাঝমাঠ সামলাচ্ছিলেন। ফ্রাঙ্কাও আজ দারুণ পারফরম্যান্স করলেন । বেশ কয়েকটি সহজ একটি সুযোগ মিস না শনিবার পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তো মহামেডান । ম্যাচের ৬৬ মিনিটে বক্সে ফ্রাঙ্কাকে ফাউল করায় পেনাল্টি পায় মহামেডান। আইএসএলে নিজেদের প্রথম গোল করে মহামেডান । তবে তাদের মুখ থেকে গ্রাস কেড়ে নিলেন সাদিকু । পর পর দুই ম্যাচে ড্র করায় ২ পয়েন্ট আন্দ্রে চেরিশনভের দলের ।
অন্য ম্যাচে জামশেদপুরের কাছে হেরে গেলো মুম্বাই এফসি । পর পর দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। আইএসএলের একমাত্র ভারতীয় কোচ খালিদ জামিলের কোচিংয়ে ফুল ফোটাচ্ছে ইস্পাত নগরীর দল । ম্যাচের প্রথম ১৮ মিনিটে কারেলেসের গোলে এগিয়ে যায় মুম্বাই । ৩৬ মিনিটে সেই গোল শোধ দেন জর্ডান মারে । দ্বিতীয়ার্ধে ৪৪ ও ৫০ মিনিটে পর পর দুটি গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ। ৭৭ মিনিটে মুম্বাইয়ের ভ্যান নিয়েফ গোল করলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় পিটার ক্র্যাটকির দল । ৩ - ২ গোলে যায় জামশেদপুর ।
Comments :0