কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ -০ গোলে হেরে গেল মোহনবাগান। খেলায় অসংখ্য মিস পাসের ছড়াছরি। দুই ব্লকার আপুইয়া ও অভিষেকের ব্লকিংয়ের অভাবেই বারংবার বল পেয়ে যাচ্ছিল বেঙ্গালুরু। ম্যাচের ৯ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করেন মেন্ডেজ । গোলটির ক্ষেত্রে দোষ ছিল কামিংস ও দ্বীপেন্দুর। মাঝমাঠে খালি মিস পাস করে যাচ্ছেন অভিষেক ও আপুইয়া। দ্বিতীয় গোলটি আসে এই মিস পাস থেকেই। দ্বিতীয় গোলটি করেন সুরেশ ম্যাচের ২০ মিনিটে ।
দ্বিতীয়ার্ধে সাহালকে নামানো হলেও খেলায় তার প্রভাব পড়েনি বরং আরো একটি গোল খায় মোহনবাগান। ৫০ মিনিটে মেন্ডেজকে বক্সের ভিতর দ্বীপেন্দুর ফাউল করায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ানোর সাথে সাথে সুনীল ৬৪ গোল করে গড়লেন আইএসএলের সর্বকালের সবোর্চ্চ গোলদাতার রেকর্ড । পেট্রটসের অফ ফর্মের ফলে তাকে বসিয়ে ম্যাকলারেনকে নামিয়েও লাভ হয়নি । ৩ - ০ গোলে পর্যদুস্ত হল মোহনবাগান। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সুনীলরা । সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেলো সবুজ মেরুন।
Comments :0