ASIA CUP 2025

এশিয়া কাপে ভারতের যাত্রা শুরু

খেলা

বুধবার এশিয়া কাপের ম্যাচে নামতে চলেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়। আগামী বছরে ঘরের মাঠে টিটোয়েন্টি বিশ্বকাপে নামবে ভারত। তার প্রস্তুতি হিসেবেই এই প্রতিযোগিতাকে দেখছেন কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচের পর এই বছরে আপাতত ভারত মোট ৫টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান যথাক্রমে ১৯এবং ১৫টি টিটোয়েন্টি ম্যাচ খেলে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি সেরে রেখেছে। শেষ দুইমাসে শ্রীলঙ্কাও খেলে ফেলেছে মোট ৬টি টিটোয়েন্টি ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচে শেষ মার্চে ভারতের বর্তমান স্কোয়াডের থেকে মোট ১২জন সদস্য খেলেছিলেন। শুভমন গিল এবং জসপ্রীত বুমরা একসঙ্গে টিটোয়েন্টি খেলেছেন গত বছরে। তবে প্রতিযোগিতার ফেভারিট হিসেবেই বুধবার নামছে সর্বোচ্চ ৮বারের এশিয়াসেরা ভারত। অভিষেক শর্মার দিকে নজর থাকতে চলেছে এই প্রতিযোগিতায়। গত বছরের টিটোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৮৭রান করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন প্রতিযোগিতায়। উইকেটরক্ষকের ভূমিকায় নিজের স্থান হারাতে   পারেন সঞ্জু স্যামসন , জিতেশ শর্মার কাছে । রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এই বছর চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে উইকেটরক্ষকের ভূমিকায় নজর কেড়েছিলেন জিতেশ। যেই সময় বুধবার ভারত খেলতে নামবে ওই সময় দুবাইয়ের তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রায় ৪২ থেকে ৫২ডিগ্রি সেলসিয়াসে । ফলে এই আবহাওয়া এবং পিচে বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন অর্শদীপ । কারণ অনুশীলনে মঙ্গলবার অনুপস্থিত ছিলেন কুলদীপ এবং প্রায় ঘন্টাখানেক অনুশীলন সাড়েন অর্শদীপ। তার অন্তর্ভুক্তিতে ব্যাটিং এবং বোলিংয়ে গভীরতা বৃদ্ধি পাবে ভারতের লাইনআপে। এছাড়াও একজন স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী শুরু করতে পারেন ভারতের প্রথম একাদশে। গত মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে ২-১ জিতেছিল সংযুক্ত আরব আমিরশাহি। টিটোয়েন্টিতে  ২০২১ বিশ্বকাপ ও ২০২২ এশিয়া কাপে খারাপ পারফরম্যান্স করেছিল ভারত। এছাড়াও দুবাইয়ের এই মাঠে রান তাড়া করা দলের রেকর্ডও একদম ভালো নয়। ২০টি ম্যাচে রান করা তাড়া করা দল জিতেছে মাত্র ১১টিতে । ফলে এদিন টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে উভয় দলের  ক্ষেত্রেই।    

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন