ASIA CUP INDIA

বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়ে ফাইনালে ভারত

খেলা

মহিলাদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার রঙ্গিরী ডামবুল্লা স্টেডিয়ামে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সহজেই ফাইনালের রাস্তা পাকা করে ফেলল ভারত।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই বাংলাদেশের উইকেটকিপার ওপেনার দিলারা আখতারের (৬ রান ) উইকেট তুলে নেন রেনুকা সিং। তারপরে মুর্শিদা খাতুন (৪ রান ) এবং ইসমা তানজিমেরও ( ৮ রান ) উইকেট তুলে নেন রেনুকা।
বাংলাদেশের হয়ে মূলত রান করলেন অধিনায়ক নিগার সুলতানা। ৫১ বল খেলে তিনি করেন ৩২ রান। তিনি আউট হন রাধা যাদবের কাছে। এরপরে একে একে প্যাভিলিয়নে ফিরলেন রুবানা , রাবেয়া , ঋতুরা। শোরনা আখতার ১৮ বলে ১৯ রান করে কোনোমতে ৮০ রানের একটি সহজ লক্ষ্য স্থাপন করে ভারতের জন্য।


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ওপেনার জুটি শেফালী ও স্মৃতি মান্দানার ব্যাটিংয়ে খুব সহজেই মাত্র ৫৪ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। ২৮ বলে ২৬ করেন শেফালী  ও ৩৯ বলে অর্ধশতরান ৫৫ করেন স্মৃতি মান্দানা।
ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান ভারতে রেনুকা সিং।  ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। মহিলাদের এশিয়া কাপে রেকর্ড ধরে রাখলেন রাখলো হরমনপ্রিতরা। অষ্টমবারের এশিয়া কাপেও ফাইনালে উঠলো ভারত। শুক্রবার সন্ধ্যায় আর এক সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

Comments :0

Login to leave a comment