Indo Israel Agrement

দিল্লিতে ইজরায়েলের অর্থমন্ত্রী, সই দ্বিপাক্ষিক চুক্তিতে, বিক্ষোভে এসএফআই

জাতীয়

সোমবার দিল্লিতে সমঝোতা সই বেজালেল স্মার্টরিক এবং নির্মলা সীতারামনের।

বিশ্বজুড়ে প্রতিবাদের মুখে ইজরায়েল। বাণিজ্যিক লেনদেনের সম্পর্ক কার্যত স্থগিত রেখেছে বরাবরের সঙ্গীরা। গাজায় গণহত্যার পর্বেই ইজরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করল ভারত।
ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মার্টরিক ভারত সফরে এসেছেন। এসএফআই এই সফরের বিরোধিতা করছে। ৮-১০ সেপ্টেম্বর দেশের সর্বত্র বিক্ষোভের ডাক দিয়েছে। এসএফআই প্রেস বিবৃতিতে বলেছে, ইজরায়েল সরকার প্যালেস্তাইন নির্মম গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নিরীহ সাধারণ মানুষকে খুন করছে। ধ্বংসলীলা চালাচ্ছে। সেই রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা ভারতের আদর্শের পরিপন্থী। 
তারা আরও বলেছে যে ভারত এবং ইজরায়েল বাণিজ্য বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ভিত্তি স্থাপনের পক্ষে এই দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করছে। আন্তর্জাতিক স্তরে ভারতের বরাবরের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে এই সমঝোতা।  
উল্লেখ্য, মোদী ঘনিষ্ঠ গৌতম আদানিরও বিনিয়োগ রয়েছে ইজরায়েলের হাইফা বন্দরে। 
দেশের সর্বত্র ৮ থেকে ১০ সেপ্টেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে এসএফআই। "বেজালেল স্মার্টরিক গো ব্যাক" এই স্লোগানের মাধ্যমে মুখরিত তবে তাঁরা। 
এসএফআই’র দাবি, জানিয়েছে যে জায়নবাদী রাষ্ট্রের প্রতিনিধিদের ভারতে স্বাগত জানিয়ে এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা যাবে না।
বিনিয়োগ সমঝোতা অনুযায়ী আগের তুলনায় আরও দ্রুত বিদেশের আদালতে চলে যেতে পারবে ভারতে বিনিয়োগকারী ইজরায়েলের কোনও সংস্থা। এতদিন ভারতীয় আইন অনুযায়ী আইনি জটিলতা নিষ্পত্তির ন্যূনতম মেয়াদ ছিল ৫ বছর। নতুন সমঝোতায় এই মেয়াদ কমিয়ে ৩ বছর করা হয়েছে। 
বিনিয়োগ সমঝোতায় সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগেরও অনুমতি শিথিল করার ব্যবস্থা রয়েছে। এতদিন ইজরায়েলের বিনিয়োগকারীরা বিদেশি সংস্থার শেয়ার বাজারে বিনিয়োগের এই সুবিধা পেত না। 
ভারতের বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে বাণিজ্য সমঝোতা করেছে ভারত। ইজরায়েলের সঙ্গে একই ধাঁচের সমঝোতা কাঠামো বজায় রাখা হয়েছে। 
ভারতের পক্ষে প্রেসবার্তায় প্রেস ইনফরমেশন ব্যুরো বলেছে, লোকসানের ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা মসৃণ করা হয়েছে নতুন সমঝোতায়। ইজরায়েলের বিনিয়োগকারীকে ভারতের নিয়ন্ত্রক আইনগুলি থেকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে জানাচ্ছে ভারতই। 
চুক্তি সংক্রান্ত বার্তায় ভারত বলেছে, ‘‘অনিশ্চয়তা থেকে বাঁচিয়ে বিনিয়োগ বাড়ানোর জন্য যৌথ বোঝাপড়া নিশ্চিত করা হয়েছে সমঝোতায়। ব্যবসায়িক জটিলতা নিরসনে স্বাধীন বিবেচনা কাঠামো গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।’’

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন