Iran Hijab row

হিজাব আইন নিয়ে নতুন করে চিন্তাভাবনা ইরানের

আন্তর্জাতিক

দশক পুরোনো বাধ্যতামূলক হিজাব আইন পর্যালোচনা করার কথা জানালো ইরান। বিগত দু’মাস ধরেই হিজাব বিতর্কে উত্তাল হয়ে উঠেছে ইরান। 
শরিয়ত-ভিত্তিক হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে নীতি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর ২২ বছর বয়সী কুর্দি বংশোদ্ভূত ইরানী মাহসা আমিনির মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর থেকে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা তাদের মাথার চাদর জ্নালিয়ে দেয়, সরকার বিরোধী স্লোগান দেয় এবং মুসলিম ধর্মগুরুদের মাথা থেকে পাগড়িও টেনে খুলে ফেলে। মাহসা আমিনির মৃত্যুর পর থেকে, ক্রমবর্ধমান সংখ্যক মহিলা হিজাব পড়ছেন না, বিশেষ করে তেহরানের মতো ফ্যাশনেবল শহরে।

ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মাদ জাফর মনতাজেরিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বলেছে, "সংসদ ও বিচার বিভাগ উভয়েই (ইস্যুতে) কাজ করছে" যে, আইনে কোনো পরিবর্তন দরকার কিনা।

Comments :0

Login to leave a comment