West Bank Palestine

ওয়েস্ট ব্যাঙ্ক তছনছ করছে ইজরায়েল, বাসিন্দাদের গুলি, অবাধ জুলুম

আন্তর্জাতিক

ওয়েস্ট ব্যাঙ্কের টিউবাসে ঘরে ঘরে হানা দিচ্ছে ইজরায়েলের সেনা।

স্বাধীন প্যালেস্তাইনের দাবিকেই দুমড়ে দিতে নেমেছে ইজরায়েল। প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে চলছে সেনা অভিযান।  ইজরায়েলের সংবাদমাধ্যমেও ওয়েস্ট ব্যাঙ্কের উত্তর অংশে পাড়ায় পাড়ায় সেনা অভিযানের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে সরকারি দাবির উল্লেখ করে বলা হয়েছে যে ‘সন্ত্রাসবিরোধী সুরক্ষা কার্যক্রম’ চলছে ওয়েস্ট ব্যাঙ্কে।
টিউবাস শহর কার্যত দখল করে নিয়েছে ইজরায়েলের সেনা। মাটি ফেলে বন্ধ করেছে শহরের সব রাস্তা। প্যালেস্তাইন থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে এই শহরকে।
ওয়েস্ট ব্যাঙ্কের উত্তর অংশে বিশাল অভিযান  চালিয়ে প্রায় ৬০ জনকে নির্বিচারে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্যালেস্টাইনের একটি শহরের মেয়রও ওই আটক হওয়া মানুষদের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। সন্ত্রাসবাদ দমন করতেই মঙ্গলবার ও বুধবার রাতভর অভিযান চালায় ইজরায়েলি বাহিনী।  
উত্তরপূর্ব ওয়েস্ট ব্যাংকে বুধবার ইজরায়েলি সেনার এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের উপর আক্রমণ চালায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি ইজরায়েলের সামরিক বাহিনী।
প্যালেস্টাইনের স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, ওয়েস্ট ব্যাঙ্কে এই দফায় আক্রমণ শুরুর দিন থেকে এখনো অবধি ইজরায়েল সামরিক বাহিনীর আক্রমণে ১০০০ জনেরও বেশি পালেস্তিনীয় নিহত হয়েছেন। প্রায় একই সময় ইজরায়েল নিরাপত্তা বাহিনীর আক্রমণে প্রায় ৬৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি,ওয়েস্ট ব্যাঙ্কের অন্যান্য শহরগুলির ও ৮ জনকে হত্যা করে ইজরায়েলি নিরাপত্তা বাহিনী।
ওয়েস্ট ব্যাঙ্কের উত্তর অংশের একাধিক ছোট শহরে পাড়ায় পাড়ায় মোতায়েন করা হয়েছে সেনা। ঘুরছে সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক। বাসিন্দারা জানিয়েছেন ঘরের ছাদে উঠে বসে রয়েছে সেনা। যখন-তখন চলছে গুলি। ঘর থেকে বের করে কোনও আইনি পরোয়ানা ছাড়া ওয়েস্ট ব্যাঙ্কে বাসরত প্যালেস্তিনীয়দের স্রেফ ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভরা হচ্ছে ইজরায়েলের জেলে।
গাজায় সংঘর্ষ বিরতি চুক্তি হওয়ার পরও প্যালেস্তাইনের এই ভূখণ্ডেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বোমা ফেলে খান ইউনুসের মতো শরণার্থী আবাসে হত্যা করা হয়েছে শিশু-নারীদের। 
গাজা ঘিরে প্রতিবাদের জেরে বিশ্ব জনমত বারবার সোচ্চার হয়েছে স্বাধীন প্যালেস্তাইনের দাবিতে। রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইনের পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে কার্যত একঘরে হয়ে গিয়েছে ইজরায়েল এবং তার প্রধান মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। ইজরায়েল চলতি দফায় সেই স্বরকে দমিয়ে দিতে উদ্যত হয়েছে ফের।  
ওয়েস্ট ব্যাঙ্কের উত্তর অংশে বিশাল অভিযান চালিয়ে প্রায় ৬০ জনকে নির্বিচারে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্যালেস্টাইনের একটি শহরের মেয়রও ওই আটক হওয়া মানুষদের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। সন্ত্রাসবাদ দমন করতেই মঙ্গলবার ও বুধবার রাতভর অভিযান চালায় ইজরায়েলি বাহিনী।  
উত্তরপূর্ব ওয়েস্ট ব্যাংকে বুধবার ইজরায়েলি সেনার এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের উপর আক্রমণ চালায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি ইজরায়েলের সামরিক বাহিনী।
প্যালেস্টাইনের স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, আক্রমণ শুরুর দিন থেকে এখনো অবধি ইজরায়েল সামরিক বাহিনীর আক্রমণে ১০০০ জনেরও বেশি পালেস্তিনীয় নিহত হয়েছে। প্রায় একই সময় ইজরায়েল নিরাপাত্তা বাহিনীর আক্রমণে প্রায় ৬৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি,ওয়েস্ট ব্যাঙ্কের অন্যান্য শহরগুলির ও ৮ জনকে হত্যা করে ইজরায়েলি নিরাপত্তা বাহিনী।

Comments :0

Login to leave a comment