Indian Premier League

কলকাতায় বৃষ্টির কারণে বন্ধ নাইটদের ম্যাচ

খেলা

KKR vs PBKS ছবি সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ

প্রবল বর্ষণে ইডেনে বিঘ্নিত হয়েছে নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ । প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসের শুরুর ১ ওভার পরেই শুরু হয় বৃষ্টি ।সেই কারণেই বন্ধ রয়েছে ম্যাচ। প্রথম ইনিংসে পাঞ্জাব দল করেছে ২০১ রান । তারা হারিয়েছে মোট ৪টি উইকেট। পাঞ্জাবের প্রথম উইকেট পড়েছিল ১১ওভারের মাথায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওপেনার প্রিয়াংশ এবং প্রোভসিমরান সিংয়ের ব্যাটিংয়ের দাপটেই বড় রান গড়তে পেরেছে পাঞ্জাব । ৩৫ বলে ৬৯ করেন প্রিয়াংশ এবং ৪৯বলে ৮৩ করেন প্রিয়াংশ। নাইটদের প্রাক্তন এবং পাঞ্জাবের বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৫করে নটআউট থাকেন। রাসেল ও বৈভব উইকেট নেন নাইটদের। বর্তমানে রয়েছেন দুই ওপেনার গুরবাজ ও সুনীল নারিন।

Comments :0

Login to leave a comment