অবশেষে পদত্যাগ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গলবার বিকালে উপাচার্য দেবাশিস ব্যানার্জি তাঁর পদত্যাগ পত্র পাঠান আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে। সেই পদত্যাগ পত্র আচার্য গ্রহণ করে তাঁকে অব্যাহতি দিয়েছেন বলে জানিয়েছেন দেবাশিস ব্যানার্জি। অন্য একটি কাজে তিনি যোগ দিতে চান বলে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চান বলে রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন বলে তিনি জানান।
২০২৩ সালের ২ জুন তিনি উপাচার্য পদে যোগ দিয়েছিলেন । বেশ কিছুদিন ধরে তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাকে নানাভাবে কাজে বাধা দিয়ে আসা হচ্ছিল । ঘেরাও করে রাখা হয়েছিল। রাজ্য সরকারের সাথে মামলায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালের হয়ে মামলা লড়ার জন্য আইনজীবীদের অর্থ প্রদান করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করছিল তৃণমূলের ছাত্র সংগঠন। যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম সব লাটে উঠেছিল। বিশ্ববিদ্যালয় জুড়ে এখন এক অচলবস্থা তৈরি হয়েছে।।
Comments :0