Kalinga Super Cup

সুপার কাপের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল

খেলা

Kalinga-Super-Cup-2025- QUARTER FINAL MATCH

রবিবার সুপার কাপের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তৃতীয় কোয়ার্টারে নামবে ইন্টার কাশি ও মুম্বই সিটি এফসি এবং চতুর্থ কোয়ার্টারে নামবে নর্থইস্ট ও জামশেদপুর এফসি। বেঙ্গালুরুকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে ইন্টার কাশি। আইলিগ নিয়ে বিতর্ক না থামলেও তারা এখন ফোকাস করেছে সুপার কাপের দিকে। একমাত্র আইলিগের দল হিসেবে রয়েছে ইন্টার কাশি। অন্যদিকে গত ম্যাচে ফর্মে ফিরেছেন মুম্বইয়ের ছাঙতে। ফলে সেমিতে যেতে তারাও মুখিয়ে থাকবে। অন্য ম্যাচে আলাদিনের নর্থইস্ট রয়েছে দারুন ফর্মে। মহামেডানকে ৬গোলে পরাস্ত করেছে নর্থইস্ট। সেমিতে যেতে এক পা বাড়িয়েই রেখেছে তারা।  

Comments :0

Login to leave a comment